স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা তারকা লিওনেল মেসির সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আসছে জুনে। এরপর মেসি ফ্রি হয়ে যাবেন এবং যেকোন ক্লাবে ইচ্ছামত চলে যেতে পারবেন।
এখনো পর্যন্ত মেসিকে কেনার জন্য মরিয়া পিএসজি এবং ম্যানসিটি। দুটি ক্লাবই মেসির পরিস্থিতির উপর নজর রাখছে।
তবে সম্প্রতি লাপোর্তে সভাপতি নির্বাচিত হওয়ায় মেসির ক্লাব ছাড়ার বিষয়টি একটু জটিল হয়ে গেল। কেননা এই লাপোর্তের অধিনেই ২০০৩ থেকে ২০১০ সালের মধ্যকার সময়টায় বিশ্বসেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মেসি। একই সঙ্গে এবারও প্রতিদ্বন্দ্বীতামূলক দল তৈরি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
তাই মেসিকে যদি শেষ পর্যন্ত না পায় তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে যাবে পিএসজি। লা প্যারিসিয়ান জানিয়েছে, রোনালদোর এজেন্টের সঙ্গে দারুণ সম্পর্ক পিএসজি সভাপতির। তাছাড়া চলতি মৌসুমে ব্যর্থতার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।
তবে এসবই হবে যদি পিএসজি থেকে এমবাপ্পে চলে যায় তাহলেই। যদি এমবাপ্পে পিএসজিতেই থাকার সিদ্ধান্ত নেয় তাহলে আর এই দুই তারকার কাউকেই কেনার জন্য চেষ্টাও করবে না প্যারিসিয়ানরা।