ক্রিশ্চিয়ানো রোনালদো সাম্প্রতিক সময়ে নিজে ভালো পারফর্ম করলেও দলীয় ভাবে খুব একটা সফলতা পাচ্ছেন না। তবে রোনালদো এসব নিয়ে ভাবছেনা বলেই জানিয়েছেন পর্তুগাল কোচ সান্তোস।
ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ২০২২ বিশ্বকাপের প্রতি মনোযোগী বলেই জানিয়েছেন পর্তুগাল কোচ। তিনি বলেন,
“ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় স্বপ্ন আছে। একটি আমি জানি। তার বড় স্বপ্ন স্বপ্ন হচ্ছে বিশ্বকাপ খেলা এবং বিশ্বকাপ জয় করা।
“এটাই রোনালদোর সবচেয়ে বড় স্বপ্ন। বাকি সবকিছু পর্তুগাল জাতীয় দলের বাইরে আছে (রিউমার)।”