বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য পাহাড় সমান টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩১৯ রান।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের চাপের মুখেই পরে স্বাগতিকরা। দুই ওপেনারের মধ্যে গাপটিল ২৬ এবং নিকোলস আউট হন ১৮ রান করেই।
চার নম্বরে নামা রস টেইলর মাত্র ৭ এবং টম লাথাম আউট হন ১৮ রান করেই। কিন্তু বাংলাদেশের এই চাপ সামলে পাল্টা আঘাত হানতে থাকে এরপরই। আর এই পাল্টা আঘাতে নেতৃত্ব দেন ডেভন কনওয়ে এবং ডেরি মিশেল।
উভয়েই সেঞ্চুরি করেন। তাদের জোড়া সেঞ্চুরিতেই বাংলাদেশের সামনে ৩১৯ রানের টার্গেট ছুড়ে দেয় কিউইরা। কনওয়ে ১১০ বলে ১২৬ রান করে আউট হন।
অন্যদিকে শেষ বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করা মিশেল ৯২ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।