আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একমাসে আফগানিস্তান জুড়ে অন্তত ছয়টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান সরকারি বাহিনীকে সহায়তা করতে এসব হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে। এর মধ্যে আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিয়েছে তালেবান। তালেবানের নিয়ন্ত্রণ ঠেকাতে ও আফগান সেনাদের সহায়তা করতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, ‘গত কয়েক দিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি। যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ হামলার বৈধতা দিয়েছেন। আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা অব্যাহত থাকবে।’