ক্লাব বার্গের বিপক্ষে ব্যর্থ পিএসজির ম্যাজিক ত্রয়ী
নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে আগে থেকেই ছিল পিএসজিতে। তারা দুজনেই অনেক বড় বড় ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পিএসজিকে জয় এনে দিয়েছেন।
তাদের দুজনের সঙ্গে এবার যোগ হয়েছে লিওনেল মেসি। তাই কাগজে কলমে এখন বিশ্বের সবচেয়ে দামী আক্রমন ভাগ এবং বিশ্বের সবচেয়ে দামী প্লেয়ারগুলো পিএসজিরই।
চিকন হতে চান? এটি ব্যাবহার করুন ২ সপ্তাহে ২৭ কেজি হারানোর জন্য
আরও জানুন
মেসি নেইমারের জুটি কতটা ভয়ানক সেটার প্রমান মিলেছিল বার্সালোনাতে। এবার পিএসজিতেও তারা একই রকম হাল করবেন প্রতিপক্ষের এমনটাই আশা ছিল ভক্তদের।
বিজ্ঞানীরা ডায়াবেটিসের প্রধান শত্রু খুঁজে পেয়েছেন! চিকিৎসা এখানে
আরও জানুন
সেই আশায় যেন কিছুটা হতাশই হতে হয়েছে ভক্তদের। ভবিষ্যতের কথা তো ভবিষ্যত বলবে, হয়তো ভবিষ্যতে তারা ভয়ানক জুটি হিসেবেই ধরা দিবেন। তবে প্রথম ম্যাচে তারা হতাশ করেছেন ভক্তদের।
গতরাতে ক্লাব বার্গের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ড্র করেছে পিএসজি। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
মেসি নেইমার এমবাপ্পেকে নিয়ে শুরু করা পিএসজির চেয়ে এই ম্যাচে ভালোই খেলেছিল ক্লাব বার্গ। ম্যাচে বল পজিশনে পিছিয়ে থাকলেও আক্রমনে এগিয়ে ছিল তারাই।
১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচে পিএসজির গোলটি কোন আক্রমন ভাগের তারকার পা থেকে আসেনি। গোলটি করেছিলেন হেরেরা। অ্যাসিস্ট ছিল কিলিয়ান এমবাপ্পের।