রিয়াল মাদ্রিদের বর্তমান সেরা ডিফেন্স জুটি হচ্ছে সার্জিও রামোস এবং রাফায়েল ভারানে। তাদের জন্য প্রতিভাবান তারকা মিলিটাও পর্যন্ত সুযোগই পাচ্ছেনা। তবে আগামী মৌসুমে পরিবর্তন হতে পারে এই জুটিতে।
বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিড আলভাকে নাকি কিনেছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে তাকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে। তাই পরিবর্তন তো আসবে নিশ্চিত। যদিও আলভা সেন্টারব্যাকের সঙ্গে ফুলব্যাক হিসেবেও খেলতে পারে।
এরমধ্যে আবার সার্জিও রামোসের ভবিষ্যত অন্ধকার। আগামী জুনে রিয়ালের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে। এরপর কি হবে সেটা অনিশ্চিত।
এরমধ্যেই আবার ভারানের ক্লাব ছাড়ার গুঞ্জন ছড়ালো স্প্যানিশ গনমাধ্যম স্পোর্ট। তারা জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিতে থাকা ভারানে আগামী মৌসুমে ক্লাব ছাড়তে চায়। হয়তো রিয়ালও তাকে বিক্রি করতে রাজি হতে পারে।